শীতের রাত
- জুনায়েদ বি. রাহমান ২৭-০৪-২০২৪

উহু! কি ঠাণ্ডা!
শীত বুড়ি এলো রে।
গীত গায় গীতা
গাঁ মুড়িয়ে চাদরে।

আহা! কি ঠাণ্ডা!
শীত বুড়ি এলো রে।

সন্ধ্যায় দুচালায়
গড়ায় শিশির
ঝিরঝির স্বরে গাঁ
করে শিরশির।

ঠাণ্ডায় হাড় কাঁপে
কাঁপে পা-হাত
কম্বলের মঙ্গলে
কেটে যায় রাত।



০৬/১২/১৫,সন্ধ্যা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।